Khoborerchokh logo

রংপুরের পীরগঞ্জে সরঃ প্রাথঃ বিদ্যালয়ের মেরামতে অনিয়মের অভিযোগ । 166 0

Khoborerchokh logo

রংপুরের পীরগঞ্জে সরঃ প্রাথঃ বিদ্যালয়ের মেরামতে অনিয়মের অভিযোগ ।


মোস্তফা মিয়া, পীরগঞ্জ-রংপুর থেকে
রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় ফলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নের জন্য বরাদ্দকৃত অর্থের কাজে অনিয়ম করা হয়েছে মর্মে উপজেলা নির্বাহী কর্মকতা সহ সংশ্লিষ্ট উর্ধতন কতৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে । এ অভিযোগটি করেন বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি রেজাউল করিম।
অভিযোগেসুত্রে জানা যায়, চলতি ২০২০/২০২১ অর্থ বছরে উক্ত বিদ্যালয়টির মেরামতে জন্য সরকার ২ লাখ ৪০ হাজার টাকা বরাদ্দ করে । এ মেরামতে কাজ করার ক্ষেত্রে বিদ্যালয়টির প্রধান শিক্ষিকা লাইজু বেগম কোন নিয়ম নীতির তোয়াক্কা না বিদ্যালয়টির নাম মাত্র কাজ করেছেন । আর এ অর্থ উত্তোলনের ক্ষেত্রে ম্যানেজিং কমিটি কিংবা সভাপতিকে অবগত করা হয়নি এবং বিদ্যালয়টির সভাপতির স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে উক্ত অর্থ উত্তোলন করা হয়েছে । তাই বিদ্যালয়টির সভাপতি এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যব¯’া গ্রহনের জন্য উর্ধতন কর্তপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ।
এ ব্যাপারে বিদ্যালয়টির প্রধান শিক্ষিকা লাইজু বেগম টাকা উত্তোলনের সত্যতা স্বীকার করে বলেন, প্রাপ্ত অর্থের পুরো টাকারই কাজ করা হয়েছে ।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিক-উজ-জামান জানান, অভিযোগ পেয়েছি,তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে ।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com